হামাগুড়ি ছেড়ে দাঁড়াবে এবার শিশু
পথেই শুয়ে দীন দুনিয়ার যিশু।
জনতার স্রোতে মিশে যায় পদধূলি
যিশুদের ঘরে আছে শূন্য ঝুলি।


অবাক পৃথিবী খুঁজছে আলোর ভোর
হৃদয় বীণায় কাটছে সুখের ঘোর।
বিষাদ জীবনে ছলনার নেই স্থান
ফসিল শরীরে নেই মান অভিমান।


আকাশ জুড়ে ঘন কুয়াশার জাল
অনাথ শিশুদের হাড় জিরজিরে হাল।
অবোধ শিশুরা মাটিতে কাব্য লেখে
নিয়ম আলোয় জীবনের গান শেখে।


কলতান করে অবুঝ ভোরের পাখি
স্বপ্নের ঘোর ওদের দুচোখে আঁকি।
শিশুদের মুখ সরল মধুর হাসি
দুঃখ কান্না সবই হবে বাসি।


       *****


রচনাকাল  - ২৬|১০|২০২২