অভিমানগুলো সিঁড়ি ধাপে শুয়ে আছে
শরৎ মেঘে অভিমান নেই -
শুধু হঠাৎই ভিজিয়ে দেবার দুষ্ট বুদ্ধি আছে।
জীবনের বারান্দায় একাকী বসে আছে সভ্যতার মেঘ
রোদ্দুর কুড়িয়ে নেয় কাশফুলের শরীর
টুকরো টুকরো অভিমান মনে রেখো না আর।
শিউলি ফুলের সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায়
শীর্ণ মানুষকে আর কতকাল কাঁদাবে
আগমনী গান হাওয়ায় সাথে মিশে এক লহমায়।
অলীক অভিমান বুকের পাঁজরে চিরকাল কাঁদে
আসছে পুজো, মা দূর্গার আবাহন -
দুঃখের পশরায় সাজিয়ে দিও মা একমুঠো সুখ।
******
রচনাকাল -
১লা সেপ্টেম্বর ২০২৪