সময় শেষ হয়ে আসছে
আগামী দিন মাথা উঁচু করে কথা বলবে
এমন আশাও দেখছি না -
ক্ষীণ আঁধারে জ্বলছে সারি সারি জীবন্ত লাশ।
অশ্বমেধের ঘোড়া এখন খোঁড়া
অপ্রতিরোধ্য গতিতে ছুটবে সে আশাতেও ছাই
ওরা ছুটতে দেবে না -
আস্তাবলে অদৃশ্য শক্তি কাজ করে।
ছুটন্ত ঘোড়াকে থামিয়ে দিয়ে উল্লাসে মাতে
জীবনের পরতে পরতে অলীক ম্যাজিকের খেলা
আগামীর স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়
মানুষকে চাবুক মেরে সভ্যতার শিকলে বাঁধতে চায়।
*****
রচনাকাল -
৩রা সেপ্টেম্বর ২০২৪