মেঘ জমেছে আকাশ জুড়ে
চমকে তাকিয়ে দেখি
শ্রাবণ ধারায় ভিজবে কৃষক
এমনই আশা রাখি।

ভিজছে কৃষক ভিজছে গরু
কৃষক করছে হাল
ধানের চারা করবে রোপন
পুকুরে ফেলবে জাল।

তিনটি মাস পেরিয়ে গেলেই
ফলবে সোনালী ধান
সব কষ্টের হবে অবসান
তৃষ্ণায় জলপান।

আসবে শরৎ শিউলি ফুল
কাশফুলদের হাসি
লক্ষ্মী মায়ের হবে আগমন
দুঃখ হবে বাসি।

ভোর বাতাসে আজানের ধ্বনি
মন্দিরে ঘন্টা বাজে
উৎসবে হবে সারা দেশ জুড়ে
মানুষ ব্যস্ত কাজে।

       ******

রচনাকাল -
২৭শে জুলাই ২০২৪