বিকালের মেঘ রাগ করেছে
উদাস হয়েছে তাই
নয়ন ভরা অশ্রু রাশি
ছড়িয়ে দেবে ভাই।


মেঠো পথে উদাস বাউল
গাইছে মধুর গান
পাখির ডানায় মেঘের ভেলা
আশ্বিনে নেই বান।


শিউলি ফুল হৃদয় জুড়ে
ছড়ায় অপূর্ব গন্ধ
ফুল পাখি সাগর নদী
হবে না কখনো বন্ধ।


আগমনীর সুরে রঙ লেগেছে
বাঁধন খোলা হাসি
শারদ প্রাতে উঠলো মেতে
হাসিটা হবে না বাসি।


দিগন্ত জুড়ে কাশফুল দোলে
জীবনে খুশির রোদ
অলীক সেতুতে দাঁড়িয়ে মানুষ
ফিরুক সবার বোধ!


      *******