জোছনা মন বলছে কথা
জোনাক শরীরে আলো
নিয়ন বাতি জ্বালিয়ে রেখে
কাদের হবে ভালো!


বন্ধ্যা রাত্রি কুমারী শরীর
অলীক আঁধার পথ
জীবনের রঙে গোধূলির ছায়া
দেখেছো সোনার রথ?


বর্ষার শেষে এসেছে শরৎ
বাতাসে শিউলি গন্ধ
কুমারী নদীতে লেগেছে আগুন
তবুও দুয়ার বন্ধ।


উজান স্রোতে হারিয়ে যাওয়া
এ নয় কোনো জীবন
একাদশীর চাঁদ ডুবে গেলেই
কাকে করবে স্মরণ!


রোজ প্রভাতে নতুন শপথ
ভুলেছি মায়াবী চাঁদ
হাতছানি দেয় অনাগত সুখ
অলীক জটিল ফাঁদ।


      ******


রচনাকাল ১১|০৯|২০২১