এসেছে শরৎ খুশির পরশ
আসছে পুজোর দিন
দুঃখ ভুলে হাসবো সবাই
মন হোক বেদুইন।


শ্রাবণ মাস নিয়েছে বিদায়
বর্ষা বলছে আসি
উদাসী মেঘ শরৎ আকাশ
সবার মুখে হাসি।


জোছনা আলোয় জুড়াবে প্রাণ
আসবে মা যে ঘরে
দুঃখের দিন হবে অবসান
সুখ যাবে যে ভরে।


বিভেদের দেওয়াল যাবেই মুছে
সব জাতি এক প্রাণ
উৎসব দিন আলোর রোশনাই
সবই মায়ের দান।


দিগন্ত জুড়ে কাশের দোলা
শিশির ভেজা ভোর
শিউলি ফুল গন্ধ ছড়ায়
লাগছে কেমন ঘোর।


       *****


রচনাকাল  - ১৮|০৮|২০২২