তোমার দয়ায় আছি বেঁচে
দাও মা দু’মুঠো অন্ন
তুমিই মোদের ঘরের লক্ষ্মী
বাঁচি তোমারই জন্য।


ঠিক সময়ে দু’মুঠো পেলে
ভাবনার কিছু নাই
অভাব ঘরে না থাকলে মা
সুখ শান্তি পাই।


তোমার জন্য পেতেছি আসন
মোদের কুঁড়ে ঘরে
গরীব দুয়ারে এসো মাগো
রাখবো যতন করে।


মাঠের ফসল আনতে পারি
তুমি করলে দয়া
তোমার আশিসে দুঃখ যাবে
অসীম তোমারই মায়া।


ভুখা মানুষ থাকবেনা কেউ
অভাব হবে দূর
শঙ্খ বাজিয়ে আনবো ঘরে
বাজছে মধুর সুর।


   ****


রচনাকাল – ৩০/১০/২০২০
বাংলা – ১৩ই কার্তিক ১৪২৭ // শ্রী শ্রী লক্ষ্মীপূজা