পাড় ভাঙছে অবিরাম আঁধারে
আকণ্ঠ তৃষ্ণা শরীর জুড়ে
নদী গ্রাস করে চলেছে
গ্রামের পর গ্রাম ...


জ্যোৎস্নার চাদরে মোড়া বালুচর
ছলাৎ ছলাৎ শব্দে ভেসে চলে ডিঙা
অবক্ষয় শুধু জীবনে নয় -
নদীর পরতে পরতে ক্ষয়িষ্ণু রাত্রি।


ভিটে মাটি গ্রাস করে নদী
বাঁচার তাগিদে আবার নতুন ভিটে
ভাঙা আয়নায় মুখ দেখতে নেই
জলজ শ্যাওলার মত ঝাপসা অবয়ব।


ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে চলে মাঝি
পাড় ভাঙছে অবিরাম আঁধারে
অন্ধ দেবতাকে বসিয়ে রেখেছি দোরগোড়ায়
নদী কূল জুড়ে জোনাকির ফোয়ারা।।


         ******