কাঁদতে আমার লাগে না মোটেও ভাল
অবুঝ চোখে তবুও আসছে জল ...
ছলনা নেই এমন চোখে ভাবনাই আসে প্রায়।


মরা নদী হৃদয়ের চোরা স্রোতে থমকে দাঁড়ায়
মুখোশে চিনতে পারিনা আসল মুখ –
ঝাপসা চোখে সবই কেমন লাগে অচেনা।


নীল জ্যোৎস্নায় জেগে থাকে বালুচর
দুচোখে আসে না ঘুম কান্না বিছনো পথে
বকুল গন্ধের সুবাস নেয় রাত জাগা পাখির দল।


স্নিগ্ধ প্রদীপের আলো মিটিমিটি জ্বলে সারা রাত
আঁধারকে আমার বড্ড করে ভয় -
চোখের জল চিকচিক করে নীলাভ প্রদীপের আলোয়।


সরীসৃপের মত বিছানায় পড়ে থাকে রুগ্ন শরীর
কাশতে কাশতে দম বেরিয়ে যায় তবুও মরণ আসে না
কাঁদতে কাঁদতে চোখের নীচে অবক্ষয়ের ক্ষতচিহ্ন জলজল করছে।।


                 ********


রচনাকাল – ২৫/০৬/২০২০