তোমার আছে অট্টালিকা আমার ভাঙ্গা বাড়ি -
আমার আছে ছেঁড়া পোশাক তোমার দামী শাড়ি!

তোমার চোখে একটা সাগর আমি ডুবেই মরি
তোমার ওষ্ঠে ফাগুন ছড়ায় স্পর্শে আপন করি!


তুমি হলে খরস্রোতা আমায় ভাসিয়ে পাও সুখ
তোমার সাগরে ডুবে মরতে নেইতো আমার দুখ!


তোমার গোপন রুদ্ধদ্বারে অসহায় পথিক আমি
আমার আঁধার পথেই জ্বালো সুখের প্রদীপ তুমি!


তুমি জানো আমার মরণ চাঁদের বুকে লেখা -
আমি বলি ভেবো না তুমি আবার হবে দেখা!


          ********