কবিতা   -  অভিমান
*****************


অগোছালো মন করে আনচান
একটু সুখের তরে
জীবন নদীতে ভাসাই তরী
লাগবে ঢেউ অন্তরে।


নীলাকাশ জানে মেঘের ঠিকানা
কোথায় তাদের ঘর
ভালোবাসা দেয় সোহাগ নীরবে
হৃদয় হয় নি পর।


মনের পাতায় রঙিন ছবি
চিরকাল রবে উজ্বল
ঝড় তুফানে ডোবেনা তরী
হোক না হৃদয় চঞ্চল।


যুবতীর ঘ্রাণে শিউলি সুবাস
সেদিন চৈত্র মাস
রঙিন ভুবন আলোকিত হোক
ভালোবাসা নয় ফাঁস!


জীবন কাব্যে অলিখিত সুর
জোছনা ভরা রাত
অভিমান নয় খুশির জোয়ারে
সোহাগ হোক বাজিমাত।


        *********
রচনাকাল  - 04/05/2020


*************************
     কবিতা   -  ভাষাহীন আঁখি
*************************


অচেনা মানুষ আপন হবে
বেনারসী সাজে নারী
বাপের ঘর রইবে পড়ে
ভালোবাসা সুখ সারি।


নব বধূর রাঙা চরণ
দেখবে শ্বশুর ঘর
স্বামী শ্বশুর হবে আপন
বাপের বাড়ি পর।


একটি নারী একটি পুরুষ
অজানা দুটি হৃদয়
চেনা অচেনার গন্ডি পেরিয়ে
সোহাগ হবে কী সদয়?


ফুলের মালা বাসর রাত
শরীরে সুরভি গন্ধ
মগ্ন রাত্রি নীরবতা ভেঙে
করবে দুয়ার বন্ধ।


মায়াময় আলো ছড়ায় হাসি
বাসর জাগা ভোর
ভাষাহীন আঁখি লজ্জায় নত
খুলছে হৃদয় দোর।


        *******
রচনাকাল - 02/05/2020


********************
       কবিতা  -  গ্রীষ্মকাল
********************


শুকিয়ে গেছে পুকুর নদী
শুকিয়ে গেছে মন
চাষের জমি হাসবে কবে
পুড়ছে যখের ধন!


গ্রীষ্মকালে দম হাঁসফাঁস
জীবন মরুভূমি
ফেটে চৌচির গ্রাম বাংলা
রুক্ষ চাষের জমি।


বৈশাখ জ্যৈষ্ঠ দুইটি মাস
বৃষ্টির নেই দেখা
আকাশ পানে চেয়ে থাকি
ভাগ্যে কি যে লেখা!


শরীর বেয়ে নামছে ঘাম
থমকে গাছের পাতা
মুক্ত বাতাস পাব কোথায়
বন্ধ মনের খাতা।


সবুজ বনানী তেষ্টায় মরে
পাবেনা কোথাও জল
মানুষ মেরে নিচ্ছে শোধ
প্রকৃতির কতো বল!


নিদাঘ দুপুর মুক্ত আকাশ
তীব্র দহন জ্বালা
কোথায় বৃষ্টি কোথায় সুখ
শুরু দুঃখের পালা!


       ********
রচনাকাল  -  ১২\০৫\২০২০