রোদ্দুর ভেঙে ভেঙে হেঁটে যাচ্ছে অসহায় মানুষ
জীর্ণ পাতার উপর বৃষ্টির টিপটাপ শব্দ -
প্রাণ ফিরে পাচ্ছে ধীরে ধীরে সবুজ বনানী।


আষাঢ় মাসের প্রথম বৃষ্টিতে ভেসে যায় স্বপ্নের উঠোন
রোদ্দুরের মরা তেজ উপেক্ষা করে চলেছে অসংখ্য মানুষ
কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেউই বলতে পারছে না।


বৃষ্টির ছোঁয়ায় কদম ফুলের অপূর্ব গন্ধে চারদিক মঁ মঁ করছে
প্রতিটি জীবনকে হাতের মুঠোয় বন্দী করেছে ঈশ্বর –
চোখ থেকেও সব্বাইকে যেন অন্ধ করে দিয়েছে!


মৃদুমন্দ হাওয়ায় দুলে উঠছে বর্ষার রঙবাহারী ফুল
প্রকৃতির এতো মনোরম শোভা আছে মানুষ যেন ভুলতে বসেছে
হৃদয়ের বারান্দা আজও শুষ্ক মরুভূমির মত ...


জলকেলিতে মেতে উঠেছে শিশুর দল -
তারা বোঝে না কী দুঃসহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ
সময়ের পিঠে চাবুক মারছে অভুক্ত একবিংশ শতাব্দী!


       *******


রচনাকাল – ২১/০৬/২০২১