কবিতা – অবোধ মানুষ
*****************


ছাদের কার্নিশে বসে অনেকগুলো পায়রা
একনাগাড়ে বকম বকম করেই চলেছে তারা
মানুষের দুর্বোধ্য সেই ভাষা –
পাখিদের ভাষা কি করে বুঝবে অবোধ মানুষ!


স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আধুনিক মানুষ
এক পা ফেলার আগে দেখে লাভ আছে না লোকসান
অদ্ভুত প্রজাতির প্রাণী এই মানুষ নামক জীব
হিসাব ছাড়া কেউ কিছুই বোঝে না বুঝতে চায়ও না।


এখন চলছে পৃথিবীর বড় দুঃসময় ...
দেশের বেশীর ভাগ মানুষ অসহায়, নিঃস্ব
হাতে গোনা কজন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে
অনেকেরই আছে দেওয়ায় কিন্তু সব্বাই দান করে না।


সবাই বাঁচতে চায় দুমুঠো ভাত মুখে তুলে –
পাখিদের খোলা আকাশ কিংবা ছাদের কার্নিশই ঠিকানা
মানুষের মত তাদের নেই কোন অসীম চাহিদা
সংকীর্ণমনা মানুষ তারা নিজেদের দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না!


         *******


রচনাকাল – ১৩/০৬/২০২০



কবিতা - জমির পাঁজর
**************


বৃষ্টির জলে মুখ ধুইবো বলে বসে আছি
অনন্ত প্রতীক্ষা, বৃষ্টির দেখা নেই
তপ্ত দহনে পুড়ে যাচ্ছে মানুষ, জমির পাঁজর ...


পাথরে যেন আগুন জ্বলছে –
তারাও চায় বৃষ্টির জলে স্নান করতে
ভিজতে ভিজতে একেবারে শীতল হতে চায়।


আকাশে মেঘের বিন্দুমাত্র দেখা নেই
মেঘের সন্ধানে বেরিয়ে পড়েছে দলছুট পাখি
তারাই হয়তো মেঘের গোপন আস্তানার খবর দেবে।


উন্মাদ নীল জল হাপিত্যেস করে বসে আছে
চাতক পাখির কান্না কেউ কী কোনোদিন শুনেছ
ভোরের বাতাসেও আগুন হলকা ছুঁয়ে যায়।


আজ খুব ভোরে উঠে দেখি আকাশে মেঘ
বৃষ্টিতে মুখ ধুইবো, স্নান করবো, খেলবো, ছুটবো ...
ভিজতে ভিজতে নিজেকে ভাসিয়ে দেব অচিন সাগরে।


      *******


রচনাকাল – ১০/০৬/২০২০