অবসাদে ভোগে সভ্য মানুষ খুঁজছে একটু আলো
ডুকরে কাঁদে দুধের শিশু সব্বার হবে ভালো?


ক্লান্ত বিকেল শরৎ বেলা ভাটিয়ালি সুরে গান
কাশফুল হাসে শিউলিও ঝরে নীরব আজ অভিমান।


মেঘের বুকে রামধনু রঙ শুয়ে আছে নীল নদ
অবসাদে ভোগে বিধাতা পুরুষ মানুষ হবে যে বধ।


দস্যু জীবন আঁধার খোঁজে এখন চাঁদনি রাত
মুখ লুকিয়ে রাখবে কোথায় শরীরে ধরেছে বাত!


পঙ্গু জীবন সাথে অবসাদ দু'চোখে আঁধার নামে
মিছিলে হাঁটে নিজের অতীত ভালোবাসা থাক খামে।


মাটির মানুষ আজ কঙ্কাল কপালে গভীর ভাঁজ
দীর্ঘশ্বাস ফেলছে পুরুষ কোথায় পাবে কাজ!


             ******


রচনাকাল  - ২২|০৯|২০২২