ছলনা নেই চোখের জলে
অচেনা অবুঝ দুঃখী মন
রোদ নিভেছে দূর পাহাড়ে
কোথায় গেল আপন জন!


গাছের ফাঁকে হরিণ শিশু
চাঁদ দেখে সে লুটোপুটি
খুঁজছে মাকে সারা দুপুর
করছে সে তো ছোটাছুটি।


চোখের জলে রাত্রি নামে
হরিণ শিশু খুঁজে সারা
মায়ের সাথে সুখের কথা
ফিরছে সবাই সঙ্গী যারা।


এমন সময় খবর এলো
বাঘ এসেছে গহীন বনে
মা হয়তো পড়লো ধরা
ডুকরে কাঁদে সকল জনে।


হঠাৎ দূরে মায়ের গলা
আছি বেঁচে নেইতো ভয়
হরিণ শিশু মায়ের বুকে
ভয়কে সে করবে জয়।।


    *****


রচনাকাল – ২৫/০৪/২০১৮