কবিতা  -  অসমাপ্ত উপন্যাস
********************


পথ ভুলে এসেছে পথিক নতুন দেশে
খুড়কুটো জীবনে ভেসে গেছে সব
অর্ধেক আকাশটাকে বুকের মাঝে রেখেছি ধরে।


আদিম অন্ধকারে হাঁসফাঁস করে ধুলো মাখা জীবন
তৃষ্ণার জলও পাওয়া খুবই দুষ্কর  -
নাভির তলদেশে থেকে উঠে আসছে গোপন সুরভি।


চাঁদটা যেন ভেসে ভেসে চলে যায় আঁধার পেরিয়ে
জীবনের অসমাপ্ত গল্প শুনতে চায় রাত জোনাকির দল
নিয়ন আলোয় ভালোবাসার কথা রূপকথা মনে হয়।


পথিকের কল্পকথা কজন ধৈর্য ধরে শুনবে
মানুষ বড়ই ব্যস্ত, সুখ দুঃখের জীবনী পরে হবে
একটু আলতো হাসি ছুঁড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যায়।


এক টুকরো আলো খুঁজে বেড়ায় পথভ্রষ্ট পথিক
বানভাসি মানুষের মতো আশ্রয় খোঁজে প্রতিনিয়ত
গন্তব্যে পৌঁছেই শেষ করতে চায় পথিকের  অসমাপ্ত উপন্যাস।


                 **********


রচনাকাল  -  ২৩/০৫/২০২০



কবিতা  -  অচল পয়সা
***********************


ছেড়ে দাও আমার হাত
চেওনা অধর আলিঙ্গনের ছোঁয়া
অনেক তো হল ভালোবাসার কথা
ঘর যখন বাঁধবেই না
তখন হাত ধরে কী লাভ
অধরের স্পর্শ নিয়ে কী হবে!


জীবনটা কী রঙমশাল -
বারুদে ঠাসা থাকবে জীবনের অলিগলি
চলার পথটা বেঁকে গেছে দু'দিকে
দুজনের গন্তব্য তাই ভিন্ন ...
সময় হারিয়ে যাচ্ছে গভীর নদী খাতে
ছেড়ে দাও আমার হাতটা।


ভালোবাসা যেন অচল পয়সা -
এতো দিন শরীরী স্পর্শ নিলে
এখন বাতিলের খাতায় ...
দশ কুড়ি পঁচিশ পঞ্চাশ পয়সার মত!


              *********


রচনাকাল  - ২৪/০৫/২০২০