নারী শরীরের কোলাহলে শুনতে পাচ্ছ কী কান্নার শব্দ
রক্তের দাগ মুছে ফেলা যায় সহজেই -
কিন্তু ভিতরের ক্ষরণটা কেউ দেখতে পায় না।


আজন্ম লাঞ্ছিত নারী পুরুষের কাছে হেরে যায় চিরকাল
অচেনা নদীতে বাঁধ দেবে কিভাবে ...
রক্ত স্রোতে ভেসে যায় নারীর ইজ্জত।


কান্না পাথর হয়ে যাচ্ছে ক্রমশ -
চাপ চাপ রক্তে জমাট বাঁধছে অলৌকিক  সত্য
ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সভ্যতার কঙ্কাল।


সম্পর্কের চোরা গন্ডিতে হারিয়ে গেছে সভ্য মানুষের ইমারত
যেন ঘুমের ঘোরে অসাড় মৃত নদীর স্রোত
নারীর জন্যে আছে শুধু অস্তমিত সূর্যের ধূসর রঙ।


        *******


রচনাকাল - ২৫|০৯|২০২১