ধান কাটার মরসুম –
হাসিটা মিশে যাচ্ছে শিশিরের জলে
তবুও ধান ঘরে তুলতে হবে
উঠোন জুড়ে নবান্নের ঘ্রাণ।


ঋণ শোধ হবে এমন আশা নেই
পর্যাপ্ত ফসল ডুবেছে অকালের জলে
তবুও হাসে কৃষক সোনালী ধানের সৌরভে
ধানের শিষ বুকে জড়িয়ে আদর করে আপন খেয়ালে।


নবান্ন উৎসব আসবে, যাবে –
কৃষক সারা জীবন ধরে শোধ করবে ঋণ
পিঠে পুলির গন্ধ ভেসে আসে অচিন সুখের বারান্দা থেকে
নতুন চালের পায়েস চিরকালই অমৃত।


বৃষ্টিতে ভিজতে ভিজতে কৃষকরা চাষ করে
আবার প্রচণ্ড শীতেও মাঠে নেমে ফসল কাটে
কষ্টটা ওদের কষ্টই মনে হয় না -
যদি ওরা দু’মুঠো সোনালী ধান ঘরে তুলতে পারে।


       *****        


রচনাকাল – ০১/০১/২০২২