পথের ধুলোয় আস্তাকুর পথের ধুলোয় ভোর
শিক্ষাগুরুর স্পর্শে জাগুক মনে নতুন জোর।


হারিয়ে গেছে শিক্ষা তাদের পথের শিশু যারা
শিক্ষাগুরু হয়ে সবাই শিক্ষা দেবে আছে এমন কারা!


এক চিলতে আলোর রেখা আসে বস্তি ঘরে
শিক্ষা আলো কে জ্বালাবে তাদের হৃদয় দ্বারে।


ব্যস্ত মানুষ ব্যস্ত জীবন ব্যস্ত নগর সভ্যতা
বস্তি শিশুর হাসি ফোটাতে লাগবে একটু মানবতা।


শপথ নেবার এসেছে সময় মানুষ মানুষের জন্যে
বস্তি শিশুর হাসিগুলো ছড়াও জনারণ্যে।।


          *********


( শিক্ষক দিবস উপলক্ষে এই কবিতা নিবেদন )