ভয় পেতে পেতে দেওয়ালে পিঠ
এবার দাঁড়াও ঘুরে
চোখের উপর চোখটি রেখে
প্রতিবাদ করো ফিরে।


অনেক দেরি হয়েই গেছে
থেকোনা আর নীরব
কব্জিটা তুমিও দাও মুচড়ে
চীৎকারে হও সরব।


পালিয়ে গিয়ে যায়না বাঁচা
করতে হবে লড়াই
নিজের অধিকার পাবেই ফিরে
করতে পারবে বড়াই।


ছিনিয়ে নাও প্রাপ্য দাবী
যেটা তোমার পাওনা
মুখে কখনো বলবে না ভাই
আমাকে দু’মুঠো দাওনা।


চোখের উপর চোখ রাখলে
পাবে ওরাও ভয়
সুখের কাব্য লিখবে তোমরাও
আসবে নিশ্চিত জয়।


   ****


রচনাকাল – ০২/০৫/২০২১