খড়কুটোর মত ভেসে যাচ্ছে ভালোবাসা -
বিপন্নতা কাটিয়ে তবুও বাঁচে আধমরা মানুষ
দলছুট ফড়িংও হারিয়ে যায় একাকিত্যে!


অলীক ছায়াপথ ধরে ডুবে যাচ্ছে গোধূলির সূর্য
সূর্যডোবা আলোতে জীবনের রঙ খুঁজে বেড়ায় প্রেমিকদল
পিপাসিত ঠোঁটে জেগে ওঠে সাঁঝবেলার গান ...


জীবনটা রূপকথা নয় জেনেও বেঁচে থাকে মানুষ
সবকিছু খড়কুটোর মত ভেসে যায় গহীন স্রোতে -
শতাব্দী প্রাচীন কান্নাগুলো তোলা থাকে হৃদয়ের মণিকোঠায়!


ভালোবাসার পাণ্ডুলিপিতে রামধনু রঙ খেলা করে
সুখী অনুভূতিগুলো চাঁদের আলোয় ছড়িয়ে পড়ে বালুচরে
সারা রাত্তির প্রতীক্ষার অবসানে জীবনের রঙ ধীরে ধীরে বদলে যায়!


            *********