সভ্য মানুষ বলছি সবাই
   করছি মোরা গর্ব
     আধুনিকতার মুখোশ পরে
        সম্মান করছি খর্ব!


আধুনিক মানুষ সভ্য সমাজ
   করিনা কাউকে ভয়
      মুখে আনি লাজুক হাসি
         ওতেই হৃদয় জয়!


নদীর বুকে বাতাস লাগে
   সন্ধ্যা রাতের তারা
     আধুনিকতা রাত্তির জাগে
        মধ্যরাতে মাতাল কারা?


আধুনিক মানুষ পরছে পোশাক
    ছেঁড়া কিন্তু দামি
      গরীব পরলে ঐ পোশাকই
         হবে খুবই কমি!


লজ্জা লাগে নারীর শরীরে
   পোশাকে ঢাকা কম
      আধুনিকতার এই নমুনা
          আছে বলার দম!


গরীব আছে সেই গরীবই
   ঘুমায় স্বাধীন দেশ
      আধুনিক মানুষ করেনা কেয়ার
         গরীব বলছে বেশ!


            ****