বুকের মাঝে নষ্ট দুপুর
চিলেকোঠার রোদ
এক কুমারী স্বপ্ন লেখে
দুঃখ করবে রোধ!


কুমারী শরীর জাগছে ধীরে
আসছে মননে ভয়
মেঘ রোদ্দুর বৃষ্টি খেলায়
করতে হবে জয়।


বৈশাখী ঝড় তছনছ করে
জীবনের যতো সুখ
কুমারী শরীর তবুও খোঁজে
ওষ্টের আদিম ভুখ।


কুমারী কাব্যে অসুখী হৃদয়
সোহাগ শুধুই চায়
ক'জন নারী ভালোবাসা দিয়ে
সুখের ঠিকানা পায়।


চিলেকোঠায় লেখা স্বপ্ন
হৃদয়ে রেখো না গোপন
গোধূলির চাঁদ আজও জেগে
ভালোবাসা করো বপন।


        ******


রচনাকাল - ০৫|০৫|২০২২