বুকের মধ্যে জন্ম নিয়েছে অদৃশ্য পাঁচিল
ঝোপ জঙ্গলে ভরে যাচ্ছে হৃদয়ের অলিগলি
ঝাপসা চোখে খুঁজে বেড়াই অতীতের অ্যালবাম।


পাখির ডাঙায় দেখেছি রামধনু রঙের অপূর্ব আলো
আকাশে উড়ছে আবিরাম এক অনন্য ভঙ্গিমায়
মুক্ত আকাশে মুক্তির স্বাদ পেয়েছে ঐ পাখির দল।


কখনও বা তারা ঢুকে পড়ছে শরৎ মেঘের ভেলায়
তাদের জীবনে ওড়ার কোনো গণ্ডি টেনে দেয়নি কেউ
যত দায়বদ্ধতা সবই মানুষের জীবনে লেখা হয়।


উচাটন মন পাখির মত উড়তে চায় সর্বদাই
কিন্ত মানুষের জীবনে দেওয়া আছে এক অদৃশ্য পাঁচিল
তাকে ভাঙতে গেলে সারাটা জীবন লেগে যাবে ...


পাখির ডানার রঙ ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে গোধূলির আলোতে
ঝাপসা চোখ মুছে মানুষ দেখে মাটিতে পা আছে এখনো -
পাখির মত রামধনুর রঙ মেখে মুক্ত আকাশে ওড়া হল না কখনো।


        ********


রচনাকাল – ০৩/০৯/২০২০