হাঁটু জল ভেবে নেমেছি অনেকদূর
হুঁশ ফিরে দেখি দাঁড়িয়ে গলা জলে
ভালোবাসার পাণ্ডুলিপি কোথায় রেখেছি
ভাবতে ভাবতে আনমনে এসেছি অনেকটা।


সারস পাখির লম্বা ঠোঁটে বিকেলের রোদ্দুর
আকাশ ছোঁয়ার প্রতিশ্রুতি ভেঙে হলাম দলছুট
কপালের ভাঁজে অষ্ট প্রহর লিখেছি পরাজয়
দিগন্ত ছুঁয়ে কেটে যায় প্রতিটি প্রহর ...


বুকের জমিতে ফালাফালা হয় ভাষাহীন স্পর্শ
মোহনায় মেশে আবর্জনা পিছু ডাক উপেক্ষা করে
বন্দরে দাঁড়িয়ে বিদেশী জাহাজ -
সঙ্গী হবে কী পথে নামবার?


বেনোজল ঢুকেছে শরীরের আনাচে কানাচে
শরীর বন্দক রেখে কী যাবে বাঁচা এ বাজারে?
রাতের জোনাকি অদৃশ্য সংকেত দেয় -
সঙ্গীহীন ভোর হাতছানি দেয় পুবের জানালায়।।


              *******