আর কতো পরীক্ষা নেবে ভগবান -
ভাতের গন্ধ শোঁকাও, দুমুঠো ভাতের দাও না
অদ্ভুত অন্ধকারে  ডুবে যাচ্ছে সব্বাই।


অগ্নি পরীক্ষা দিতে দিতে ক্লান্ত বিধ্বস্ত
আগুনের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছো সব্বাইকে
পুড়তে পুড়তে মানুষ আগুনকেও ভয় পায় না।


পরীক্ষা দিতে দিতে হৃদয়টা পাথর হয়ে গেছে
অনন্তকাল ধরে অগ্নি পরীক্ষা  দিয়ে চলেছে মানুষ
সীতা সাবিত্রীর যুগ থেকে অগ্নি পরীক্ষা চলেছে তো চলছেই ...


অসহায় মানুষের আগুনে পোড়া অসুখ সারবে কী কখনও
ঈশ্বর ছাড়া এর উত্তর কারুরই জানা নেই
শীতের রোদ্দুর জানালা দিয়ে উঁকি মারছে বিষণ্ণ হৃদয়ে
অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল নাকি ডাহা ফেল!


                    *******


রচনাকাল  - ২৮/০১/২০২২