অভিমানী মনে হিমগিরি খাত প্রবাহ কেন
কেন বারবার অহংকার গুলো ভেঙে গুড়িয়ে যায়
বোঝ না কেন তোমায় ভালোবাসি বলেই এতো
অহংকার!


ক্ষণস্থায়ী সুখ চাইনা বলেই কী এতো দুঃখ
নূপুরের শব্দে মিশে যায় শরতের বারিধারা
বৃষ্টির ঝাটে ঝাপসা হয়ে ওঠে ওষ্ঠের গোপন
অহংকার!


মরীচিকা মন বারংবার ধরা দেয় মন কিনারে
শরীরের গোপন স্বরলিপিগুলো আলোকিত হয়
শিউলি গন্ধে সুরভিত মন বারবার বলে কেন এতো
অহংকার!


শরীরের সবটুকু সোহাগ উজাড় করে দিয়েছি
চন্দন গন্ধে ভরে গেছে হৃদয়ের গোপন তন্ত্রী
ওষ্ঠের উষ্ণতায় একটাই কথা এ আমার ভালোবাসার
অহংকার!


             ********