আজ কোনো কবিতা নয় -
মরা ইতিহাসের পাতা ওল্টাতে চাই
জীবনের পরতে পরতে সুখ হারিয়ে যায়।


কান্না বিছনো পথে পিছলে যায় জীবন
কবিতার সংলাপে জেগে ওঠে মানুষ
ভুলে যায় মৃত্যু কথা ...


জীবনের গান লেখে পাগল কবিরা
হাসতে হাসতে প্রাণ দেয় বীর বিপ্লবী দল
নতুন করে বাঁচতে শেখায় কবিতা।


কবিদের অমর সৃষ্টিতে প্রাণ পায় সবুজ বনানী
বৃষ্টি ঝরে পড়ে অপরুপ ছন্দে -
কবির গানে অসুস্থ হৃদয়ও বাঁচতে শেখে।


আবার এসেছে দুঃসময়...
কবিরা কী পারবে হাসি ফোটাতে!
তাদের অনুপম সৃষ্টি দিয়ে পৃথিবীকে রোগ মুক্ত করতে?


           *****