বাদল দিন ছবি আঁকে হৃদয় কোনে
ঝরঝরিয়ে বৃষ্টি ঝরে আপন মনে
ভালোবাসার পরশ লেগে ভিজছি একা একা
সময় বয়ে যায় নদীর স্রোতের মত -
ধূসর স্মৃতি হাতটি ধরে টানে
ঝাপসা আজ ভালোবাসার স্মৃতি
মধুর সময় উঁকি মারে মন জানালায়।


বৃষ্টির ঝাটে ভিজে যাচ্ছে ব্যালকনির বারান্দা
ভিজে যাচ্ছি একা এক্কেবারে একা ...
কৈশোর যৌবন ভিজে একাকার
ভালোবাসার উৎসারিত আলোয় ভেসে যাই
জীবনের পরতে পরতে বৃষ্টির উৎসব।


গাছের নীচে ভিজছি দুজন কলেজ ফাঁকি দিয়ে
বই ভিজছে, দুটো শরীর ভিজে একসা
জল নামছে চোখের পাতা ওষ্ঠ ছুঁয়ে
একেবারে হৃদয়ের কোনায় কোনায় ...
সে ছিল বৃষ্টি ভেজা আকুল দুপুর ব্যাকুল সাঁঝের বেলা।


কত বসন্ত কত বর্ষা পেরিয়ে গেল
স্মৃতির পাতা হাট করে খোলা –
এখন বৃষ্টি ভেজার ভালোবাসার বন্ধু নেই
বর্ষার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে
তাই বৃষ্টি ভিজি একা একা, এক্কেবারে একা।।


     ******