একান্নবর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে ক্রমশ নিঃস্ব
জন্ম হয়েছে ছোট্ট ছোট্ট ফ্ল্যাটের কুটির ...
শৈশবের সোনালী দিনগুলো হারিয়ে যাচ্ছে চোখের পলকে
ভালোবাসা ডানা মেলে উড়ে যায় নীল সীমানায়!


গোধূলির আশ্চর্য আলোও ক্রমশ ম্লান হয়ে যায় -
একান্নবর্তী পরিবারের জৌলুস হারিয়ে যায় ধীরে ধীরে
রঙ করা জীবন নয় সত্যিকারের ভালোবাসার তাজমহল
সব্বাই এখন নিজের ছাড়া কিছুই ভাবতে চায় না!


সময়ের স্রোতে ভেসে চলেছে ‘অ-সাধারণ’ মানুষ
স্বামী স্ত্রী সন্তান এটাই যেন বর্তমান পৃথিবী –
আর বাবা মার জন্যে ঠিকানা অসহায় বৃদ্ধাশ্রম
মরা চাঁদের আলোয় দেখা যায় একান্নবর্তী পরিবারের কঙ্কাল!


ভালোবাসা টুকরো হতে হতে ছোট্ট ফ্যাটে হয়েছে বন্দী
এই বন্দীদশা থেকে কবে পাবে মুক্তির সন্ধান ...
নাকি আধুনিক সভ্যতাও দেখবে ঠিকানা বৃদ্ধাশ্রম
জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাঁদছে অসহায় বাবা মা!


       *******