আকাশ ছোঁয়ার ইচ্ছে নিয়েই
হচ্ছি বড় আমি
সকাল থেকে উঠে সবাই
ভাবছে আমি দামি।


বইয়ের বোঝা বইতে বইতে
পিঠ যাচ্ছে বেঁকে
এই বয়েসেই বিশখানা বই
সবাই ডাকছে হেঁকে।


সারাদিন শুধু পড়া পড়া
করবো কখন খেলা
ভুলেই গেছি চাঁদের আলো
ওঠে রাত্রি বেলা!


ইচ্ছে ছিল বড় হয়ে
হব আমি মানুষ
স্বপ্ন গুলো কোথায় যেন
হারিয়ে হল ফানুস।


বাবা মায়ের ইচ্ছে ছিল
আমি হব ডাক্তার
লেখা পড়ায় বড্ড কাঁচা
হলাম নাও মোক্তার!


ঠাম্মা বলেন চাইনা কিছুই
মানুষ হওয়া চাই
তোর বাবা মাকে বৃদ্ধাবাসে
থাকতে নাহয় ভাই!


    ****