ভিজে  চাঁদের গলা দিয়ে নামছে ধূসর ময়লা
যে ময়লা দেখে পৃথিবীর মানুষ বলে চাঁদের কলঙ্ক
মরা পৃথিবীতে একটু হাসির রোশনাই কে দেবে -
চাঁদের মরমী আলোয় মানুষগুলো বাঁচার আশ্বাস পায়।


বুকের পাঁজরের কান্নাগুলো যে আরো ভীষণ ময়লা
সেটা দেখতে ভুলেই গেছে অসহায় মানুষ
পাঁজরের হাড়ের ভিতরে ঘুণ ধরেছে অনেক আগেই
নিজেদের অজান্তেই ভুল পথে হেঁটে চলেছে জীর্ণ কঙ্কাল।


চাঁদের কলঙ্ক বুকে নিয়েও চাঁদ মায়াবী আলো ছড়ায়
কঙ্কাল শরীরে যেটুকু আলো ছিল তাও হারিয়ে যাচ্ছে
সুস্থ মানুষগুলো কেমন যেন বিকলাঙ্গ হয়ে বেঁচে আছে
বুকের পাঁজরের ক্ষয় রোগ থেকে মুক্তি কোথায়?


বাঁশ বাগানের মাথায় উঁকি মারছে একাদশীর চাঁদ
কলঙ্কের কথা ভুলে ক্ষুধার্ত মানুষগুলো আকাশের চাঁদ দেখছে
এতো পবিত্র আলো জীবনে দেখে নি কেউই –
জীর্ণ কঙ্কাল মুখগুলো ক্রমশ মায়াবী আলোয় ভরে উঠছে।।


       ********


রচনাকাল – ০১/১২/২০২০