শ্যামা মায়ের চরণ ছুঁয়ে
কাটবে মোদের দিন
খুশির স্রোতে ভাসবো সবাই
তবুও মাথায় ঋণ!


আতস বাজি আলোর মালায়
চারিদিক হয় আলো
আঁধার ঘোচাও ও জননী
সব্বার হোক ভালো।


আকাশ প্রদীপ জ্বালিয়ে সবাই
ভুলবে সকল দুখ
শ্যামা মা যে থাকবে পাশে
একথা ভেবেই সুখ।


দীন দরিদ্র অনাথ আতুর
মুক্তি সব্বাই চায়
তোমার দয়ায় আছি বেঁচে
ক'জন মাকে পায়!


সারাটা জীবন ডেকেছি তোমায়
দুঃখ কিংবা সুখে
কখনো তোমার ছাড়িনি চরণ
কালী নাম মুখে মুখে।


       *****


রচনাকাল  - ২১|১০|২০২২