আকাশের রঙে গ্রহণের ছায়া
ধূসর গোধূলি মাঠ
নীল রোদ্দুর ফালাফালা হয়
থাকবেনা কোনো ফাঁট!


কৃষকের গান বেসুরো লাগে
জ্যোৎস্নার রঙ কালো
অধরের হাসি হয়েছে বিলীন
আঁধারে জ্বলবে আলো?


হৃদয় অলিন্দে ধরেছে ঘুণ
দুঃখে মানুষ পাথর
শীতের রোদ্দুরে মারছে থাবা
অভাবে সবাই কাতর।


আকাশ ভরা সূর্য তারা
সবই গিয়েছে ডুবে
হামাগুড়ি দিয়ে হাঁটছে মানুষ
হাসিটুকু গেছে উবে।


আকাশ ফুঁড়ে সোনালী আলো
লাগুক সবার মুখে
সেই আলোতে হৃদয় ভাসে
সব্বাই থাকুক সুখে।


         ******


রচনাকাল - ২৪/০১/২০২২