আকাশের বারান্দায় দাঁড়িয়ে আছে শীতের রোদ্দুর
হিমেল বাতাসের ছোঁয়ায় মনটা উদাস হয়ে যায়
পরিযায়ী পাখিদের ডানায় পরদেশী গন্ধ -
তবুও ওদের দেখতেই এই শীতের আয়োজন।


কুয়াশায় ঢেকে গেছে সবুজের বনানীর বুক
রোদ্দুরের তেজ কুয়াশার কাছে ম্রিয়মাণ -
চোখের সামনে যেন হিমালয়ের মত সাদা দেওয়াল
তবুও সাদা চাদর সরিয়ে সূর্যের আলো খুঁজবো।


শীতের ঔরসে জন্ম রকমারি বাহারী ফুল -
হিমেল হাওয়ার পরশে থিরথির করে কাঁপে ওদের শরীর
শীত ফুরলেই গাছগুলো শুকিয়ে যায় নীরব অভিমানে
এটাই প্রকৃতির অপরূপ মায়াবী খেলা।


ঘাসের বুকে বিন্দু বিন্দু শিশিরের কলতান
চাঁদের মায়াবী আলো খেলা করে হেমন্তের মাঠে
সোনালী ধান গর্বে মাথা দুলিয়ে জ্যোৎস্নার রঙ গিলতে থাকে
কুয়াশার আদর মাখতে মাখতে সারা রাত্তির স্নান করে।


          **********


রচনাকাল – ১০/১২/২০২০