অক্ষর সোপান কাব্য ঘরনা সম্বন্ধে দু একটি কথা -


অক্ষর সোপান কাব্যচর্চার নিয়মাবলী -
***********************
নিয়ম ১ -ঃ -
♦১ম লাইনেঃ - পাঁচ (৫) অক্ষর
♦২য় লাইনেঃ - ছয় (৬) অক্ষর
♦৩য় লাইনেঃ -  সাত (৭) অক্ষর
♦৪র্থ লাইনেঃ - আট (৮) অক্ষর
♦৫ম লাইনেঃ - নয় (৯) অক্ষর
♦৬ষ্ঠ লাইনেঃ - আট (৮) অক্ষর
♦৭ম লাইনেঃ - সাত (৭) অক্ষর
♦৮ম লাইনেঃ  ছয় (৬) অক্ষর
♦৯ম লাইনেঃ  পাঁচ (৫) অক্ষর


নিয়ম ২ঃ ১ম, ৫ম ও ৯ম লাইনে অন্তমিল হবে।
নিয়ম ৩ঃ কবিতার নাম বা শিরোনাম হবে।
নিয়ম ৪ঃ কবিতার মধ্যে একটি বার্তা থাকবে।
*********************************


উদাহরণ -


শিরোনাম - পূর্বপুরুষ
কবি –  স্বপন গায়েন
****************


পূর্বপুরুষ
আশীর্বাদ দিও
তোমাদের সন্তান
বড়ই দুঃখে আছে
কষ্টে পৃথিবীর মানুষ।
হাতটা তোমরা ধরো
জাগো পূর্বপুরুষ
বেঁচে আছি কিনা
সব ফানুস!


***