একটি জীবন একটি কাব্য
একটু সুখের রথ
হৃদয় অলিন্দে কোজাগরী চাঁদ
দেখাবে আলোর পথ।


ছন্দে জীবন কাটবে ভেবে
করলে মাথা উঁচু
মুখ থুবড়ে পড়েই গেলে
মাথা হবেই নিচু।


কান্না কথা যায় না বলা
মুখে থাকবে না শব্দ
ভোর বাতাসে লেগেছে গ্রহণ
মানুষ হবেই জব্দ!


বর্ষা মেঘে আছে লুকিয়ে
সবুজ বনানী কথা
ভুলেই যাবে সব দুঃখ
থাকবে না কোনো ব্যথা।


মানুষ এখন বাঁচতে জানে
পায় না মরার ভয়
মাটির সাথে মধুর আলাপ
মাটিতেই হবে ক্ষয়।


       *******


রচনাকাল  - ১৭|০৬|২০২২