টুকরো টুকরো অভিমানগুলো মুক্তোর মত লাগে
শরৎ বাতাসে ঢুকছে শিউলি ফুলের সুবাস
মেঠো পথে ধুলো ওড়ার সময় আসেনি এখনও।


রঙিন প্রজাপতির ডানায় লেগে আছে বৃষ্টির সৌরভ
পূর্ণিমা চাঁদের আলোয় ঝরে পড়েছে শ্রাবণের শেষ লগন –
মাঝির ছলাৎ ছলাৎ শব্দে ঘুম ভাঙছে সামুদ্রিক মাছের ...


ভোরের আকাশ জুড়ে খেলা করছে শরৎ মেঘ
বর্ষা বিদায়ের এ যেন এক অনিবার্য প্রাকৃতিক নিয়ম
তবুও প্রতি রাতে মান অভিমান হয় মৃদু জ্যোৎস্নায়।


ছলছল চোখে নব বধূরা বসে থাকে অলীক লজ্জায়
পরিপাটি বিছানায় রজনীগন্ধার মৌতাতে ভরে ওঠে ঘর
ভালোবাসার অমোঘ টানে কাছে আসে নব বরবধূ!


জীবনের গানে লেখা হয় এক নতুন অধ্যায় -
লক্ষ জোনাকির মৃদুমন্দ আলোয় জেগে থাকে বাসর
মায়াময় দুটো শরীর সুগন্ধ নিতে নিতে হারিয়ে যায়!


            ******