আমি প্রেমিক, আমি পুরুষ -
ঝলসে যাওয়া চাঁদের আলোর আমি অঙ্গীকার
আমি পাথরের মূর্তি নই –
আমি রক্ত মাংসের বসন্ত পুরুষ।


বাদামী ওষ্ঠের শপথ লেখা কাব্যের ঝর্ণা
চেনা পথ হারিয়ে ফেলি অলীক মানবীর স্পর্শে
রাতের জ্যোৎস্নায় খেলা করি অভুক্ত পিপাসায়
শরীর পুড়ে যায়, জ্বলে যায় ওষ্ঠের দাবানলে।


জোনাকির দল পথ হারিয়ে করে চিৎকার -
ভালোবাসা অন্ধ আবেগে ভেসে যায় খড়কুটোর মত
মায়াবী চাঁদ ডুবছে মধ্য রাতের শেষ হাসি নিয়ে
সব পুরুষরাই প্রেমিক হয় আজীবন!


নারীর ভালোবাসা তৃষ্ণার্ত পুরুষকে দেয় অদেখা জ্যোৎস্না
পুরুষরা প্রেমিক হয়, আর নারী রামধনুর মায়াবী খেলা -
নীরব রাতের গভীরতার মধ্যেও জেগে থাকে সপ্তর্ষিমণ্ডল
ভোর হয়, ভালোবাসার ক্যানভাসে আঁকা হয় পুব আকাশের রঙ।


        ********


রচনাকাল – ৩০/০৮/২০২১