জীবন ছন্দ ফিরবে এই আশায় বসে আছে সব্বাই
অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখা দিয়েছে
স্বপ্নের রোদ্দুরে থেকে ক্রমশ সরে যাচ্ছে অকাল গ্রহণের ছায়া।


বসন্ত বাতাসে ভেসে আসছে পাতা ঝরার  মায়াবী ছন্দ
মাটির বুক চিরে উঠে আসছে অন্য স্বাদের  গন্ধ
কোকিলের কন্ঠের যাদুতে মোহিত হয় সব্বাই।


দখিনা হাওয়ায় পাল তুলে ভেসে যায় ছোট ছোট ডিঙি
নদীর বুক চিরে ধীরে ধীরে মিলিয়ে যায় দূর দিগন্তে
স্বপ্নগুলো ডিঙির মধ্যে তোলা থাকে যুগ যুগ ধরে।


ভাটিয়ালি গান গাইতে গাইতে মাঝিরা হারিয়ে যায় নিরুদেশে
রূপকথার গল্প কেমন লাগে তারা জানে না
জানে শুধু জীবন জীবিকার লড়াইটা তাদের আজীবন করতেই হবে।


দুঃসময়ের বিভীষিকাময় দিন পেরিয়ে নতুন করে বাঁচতে শিখেছে
নদীর চর জুড়ে লক্ষ কোটি মরা ঝিনুক ঘুমিয়ে আছে
কে বলতে পারে কোনো একটার ভিতর লুকিয়ে আছে মুক্তো ...


                   ********


রচনাকাল  - ০৮|০৪|২০২২