বাতাসে এখন বারুদ গন্ধ নেই
তবুও কিসের গন্ধ যেন তাড়া করে ফেরে
ক্রমশ অনুভব করতে শিখলাম এটাই ভাতের গন্ধ।


অভুক্ত, দুমুঠো ভাত, বাস্তব জীবনের কঠিন সত্য
মেঘলা আকাশে রোদ্দুরের ঠিকানা খুঁজে পাওয়া মুসকিল
তবুও আমরা রোদ্দুর খুঁজে চলি সারাটা দিন।


দীর্ঘ দু বছরের দুঃসময়ে মানুষ আজও দুবেলা দুমুঠো ভাত জোটাতে পারে নি
কাজ হারিয়েছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক
কবর কিংবা চিতা থেকে আজও শোনা যায় অতৃপ্ত আত্মার চীৎকার।


ঝলসে যাওয়া চাঁদের আলোতে মানুষ স্বপ্ন দেখে আজও
যদি কোনোদিন পেট ভরে দুমুঠো ভাত পায় সেই আশায় দিন গুনছে মানুষ
হৃদয়ের অন্তরে রক্তাক্ত ক্ষরণে ক্ষতবিক্ষত সব্বাই।


অলীক সুখের ক্যানভাসে আঁকা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে চিরকাল
কোনোদিন কি দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পাব না
বসন্ত বাতাসের সুগন্ধে মিশে যাচ্ছে অচেনা ভাতের গন্ধ।


                *******


রচনাকাল  -  ১১/০২/২০২২