আলোগুলো নিভে গেছে অনেক আগেই
রাতের শেষ ট্রেনও বাঁশি বাজিয়ে বিদায় নিয়েছে
আলো আঁধারি পথ প্রায় জনমানবহীন
কোন এক বাড়ির কার্নিশ থেকে প্রেমিক পায়রার শব্দ ভেসে আসে
তারাও খুনসুটি করতে জানে মানুষের মত...


অগোছালো জীবনে সুখ খুঁজতে খুঁজতে মানুষও হয়রান
সেজন্যে এত রাত্তিরেও একজন মানুষকে দেখা যায়
আলো আঁধারি পথ মাড়িয়ে এগিয়ে চলেছে -
ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে হাঁটে খোলা আকাশের নীচে।


ভোর হতে বেশি বাকী নেই তবুও হেঁটে চলেছে মানুষটা
কীসের খোঁজে সারা রাত্তির নিদ্রাহীন ভাবে হাঁটছে
পাখিরাও ঘুমিয়ে আছে তাদের নিজের নিজের আস্তানায়
দূর থেকে ভেসে আসছে মন্দিরের ঘণ্টার আওয়াজ।


রাতের আলো ক্রমশ উবে যাচ্ছে ভোরের হাতছানিতে
হঠাৎ লোকটা মিলিয়ে গেল দিগন্তের অন্তরালে ...
যতদূর চোখ যায় অপলক তাকিয়ে থেকেও আর দেখা গেল না
ভোরের অপরূপ শোভায় আত্মমগ্ন হয়ে মানুষ সব ভুলে যাবে।


      ********