বিপন্ন মানুষের হৃদয়ে জ্বলে উঠছে খুশির আলাপন
প্রদীপ শিখার মত ধীরে ধীরে জাগছে আলোর রোশনাই
বেঁচে থাকার অঙ্গীকারে উদ্ভাসিত হচ্ছে বিপন্ন জীবন।


স্বপ্নের আলো আঁধারই পথে একটু হলেও আশার আলো
অভাব থাকুক দুঃখ নেই, নতুন জীবনে ভালো লাগা চাই
সবুজ বনানীর মত হৃদয় হয়ে উঠুক সদা প্রাণ চঞ্চল।


ভালোবাসার মধ্যে যেমন হিংসার দাবানল নেই -
ছোট্ট কুঁড়ের মধ্যে প্রদীপের আলোয় ওরা রঙমশাল দেখে
জীবনের সব দুঃখগুলো মনে রাখতে নেই কষ্ট পাবে।


ভোরের আলোর সাথে শরীর ভাসিয়ে দিচ্ছে বিপন্ন মানুষ
স্নিগ্ধ আলোয় পাখির কলকাকলিতে জীবনের রঙ বদলে যাচ্ছে
কষ্টগুলো ধীরে ধীরে উবে যাচ্ছে উদভ্রান্ত শরীর থেকে ...


আলোয় আলোয় ভরে যাচ্ছে রামধনু রাঙা সারা আকাশটা
পৃথিবীটা এতো সুন্দর আগে ওরা কেই জানতোই না
বিপন্ন মানুষও প্রাণ খুলে হাসতে চায়, তারাও হাসতে জানে, হাঃ হাঃ হাঃ ...


      ********


রচনাকাল – ২১/০৭/২০২০