অবুঝ কান্না চেপে মেয়েটা বেরিয়ে গেছে রাতের অন্ধকারে
শব্দহীন নীরবতা ভেঙে নামছে পৌষের শীত -
হিমেল বাতাসে ভেসে আসছে ঝিঝি পোকার আর্তনাদ!


আকাশের তারাদের সাথে আড্ডা মারছে ঘন কুয়াশা
ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জোছনা মাখা আলোর আস্তরণ
রাতের অন্ধকার ক্রমশ গিলে খায় ঘন কুয়াশার দল।


মেয়েটাকে তন্ন তন্ন করে কোথায়ও খুঁজে পাওয়া গেল না
পুবের আকাশ ক্রমশ রক্তিম আভায় বিকশিত হচ্ছে
কোথায় যেন উবে গেল মেয়েটা ঘন কুয়াশার ভেতর।


পারিবারিক অশান্তি দিনের পর দিন বেড়েই চলছে  ...
দৈহিক ও মানসিক অত্যাচারে নারী জীবন অতিষ্ঠ
মুক্তির পথই কী ঘর থেকে বেরিয়ে যাওয়া, মিলবে শান্তি?


জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর লোক কোথায় ...
কে দেবে চোখের জল মুছিয়ে, এমন বন্ধু আর কে আছে
নারীরা সারা জীবন ধরে কী লাঞ্ছনা সইবে - ঘরে বাইরে?


             *********