হাওয়ার উপর ভাসছে আকাশ  -
মানুষ লিখছে জীবনের শেষ অধ্যায়
হাঁটু মুড়ে বসে আছে গরীবের কঙ্কাল
সার শরীর থেকে বেরিয়ে গেছে কালো রক্তের স্রোত।


জানালার কাঁচ ভেঙে ঢুকছে ঠান্ডা হাওয়া
ধানের ক্ষেতে শুয়ে আছে অভুক্ত পেট
ফুলে ফুলে ভরে গেছে গোলাপের বাগান।


জন্ম থেকেই কষ্টের ঘানি টানতে হয় মানুষকে
বিভ্রান্ত মানুষ বিষাদ জীবনে অভ্যস্ত
অমরত্ব পেতে চাইছে খেটে খাওয়া গরীব রুগ্ন জীবন।


শিশির বিন্দুর স্পর্শে আঁধার কেটে যায়
সবুজ ঘাসের উপর খেলা করে হেমন্তের মিঠে রোদ্দুর
একঝাঁক তরুণ প্রজাপতি উড়ে বেড়ায় গাছ গাছালির মাঝে।


মানুষের আর অমরত্ব পাওয়া হল না -
সারা জীবন হৃদয় খুঁড়ে মরণ কাব্য লিখে গেলো
বন্দী জীবনে মানুষকে অমরত্ব কে দেবে!


              *******


৫ ডিসেম্বর ২০২২