আমরা থাকবো বেঁচে এই আমাদের অঙ্গীকার
বাঁচতে চেয়েছো তবে কেন করছো হাহাকার।


শিকড় ধরে উপড়ে ফেলা সহজ কাজ নয়
লড়তে জানি বাঁচার জন্যে মারতে হবে ছয়।


দুঃসময়টা পেরিয়ে যাব আসবে নতুন ভোর
মরণ ভুলে উল্লাসে মাতি আছে মনের জোর।


জ্বলছে চিতা সারি সারি আপন কিংবা পর
চোখের জল মুছে দেখবো সুস্থ সকল ঘর।


লড়াইটা যে বড্ড কঠিন থেকো সব্বাই পাশে
দেশের মানুষ অবোধ জানি থমকে জীবন লাশে!


আঁধার কেটে যাবে একদিন হাসবো শেষে হাসি
ধূসর ক্যানভাস হবে রঙিন মরণ হবে বাসি।


       ********


রচনাকাল – ০৬/০৫/২০২১