ঈশ্বর নিয়েছে কণ্ঠে বিষ
মানুষ হয়েছে মুক্ত
বিষে ভরা মানুষ হৃদয়
তাই হয়েছে রিক্ত!


অন্যের সুখে হিংসায় জ্বলে
হয়না কখনও শান্ত
সাফল্য তাই অধরা আজও
মানুষ হয়েছে ক্লান্ত!


ঋণের বোঝা মাথার উপর
গরীব কিংবা ধনী
সুখের বদলে বিষ নিয়েছো
হারাবে সোনার খনি!


সারাটা জীবন খুঁজলে অমৃত
কেবলই বিষ নিলে
ধ্বংসে মত্ত সবুজ পৃথিবী
প্রকৃতিকে কিবা দিলে!


হাসতে সবাই গেছো ভুলে
করলে পরের ক্ষতি
সাফল্য আজ মৃত কান্না
হারালে নিজের জ্যোতি!


   ****