অনাগত সুখ খুঁজতে গিয়ে
কান্না লুকিয়ে রাখি
ঋণের বোঝা সামাল দেবো
ঋণ আছে যে বাকী!


হৃদয় দুয়ারে দাঁড়িয়ে দেবতা
তবুও টানছি ঘানি
ঘাম শুকিয়ে রক্ত পাথর
দু'চোখে পড়ছে ছানি।


অধরের হাসি হয়েছে বিলীন
শরীরে ধরবে জং
স্বপ্ন দেখার কতো আয়োজন
সাজবো নিজেরা সঙ।


আঁধার পেরিয়ে দেখবো আলো
এই আশাতেই মগ্ন
তোমার স্পর্শে পাবো মুক্তি
এসেছে সুখের লগ্ন।


অমৃতের স্বাদ দেবেই প্রভু
জীবন হবে ধন্য
পায়ের তলায় নেবো আশ্রয়
আমরা যে অতি নগণ্য।


       *******


রচনাকাল  - ০৩|০৬|২০২২