পিছন ফিরে দেখো না কেউ
সামনে অনেক পথ
পায়ের থেকে রক্ত ঝরুক
লিখেছি যে দাসখত।


হাওয়ায় ভাসে শিউলি গন্ধ
দিগন্তে কাশের মেলা
শিশির ভেজা পথ মাড়িয়ে
খুশিতে কাটবে বেলা।


মনের কষ্ট লুকিয়ে রেখে
গাইবো জীবনের গান
শরৎ রোদে লিখবো কাব্য
গীতা বাইবেল কোরান।


গভীর অসুখে ভুগছে মানুষ
নামটি তার 'অভাব'
অমৃত কুম্ভের সন্ধান পেলেই
পাল্টে যাবেই স্বভাব।


ভোরের স্বপ্ন সত্যি হবেই
মানুষ বাঁচে আশায়
অলীক সুখের ক্যানভাসে আঁকা
মানুষকে আশায় বাঁচায়।


        ******


রচনাকাল  - ০৯|০৯|২০২২